সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী আলী তালুকদার ও ফরিদা খাতুন নামের এক দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশাটির চালকসহ আরও দুইজন। বুধবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার বাঘাবাড়ি এস এম পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে।
মারা যাওয়া দম্পতি উপজেলার বিলকলমি গ্রামের বাসিন্দা ছিলেন। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার এতথ্য নিশ্চিত করেছেন।
ওসি খায়রুল বাসার বলেন, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ি পেট্রোল পাম্পের সামনে অটোরিকশাটি পৌঁছালে পাবনা থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আনছার আলী ও তার স্ত্রী ফরিদা খাতুন মারা যান।
পাবনার মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবদীন বলেন, আজ বুধবার সন্ধ্যায় আনছার আলীর স্ত্রীকে সঙ্গে নিয়ে শাহজাদপুর থেকে একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। বাঘাবাড়ি এস এম পেট্রোল পাম্পের সামনে অটোরিকশাটিকে সিমেন্ট বোঝাই ট্রাক ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ওই দম্পতি মারা যান। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও দুজন।
তিনি আরও বলেন, হাসপাতাল থেকে পরিবারের লোকজন দম্পতির লাশ নিয়ে গেছেন। এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।