রাজধানীর বসুন্ধরা সিটির নিচতলার শাওমি শো-রুম থেকে দৈনিক মানবকন্ঠের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর কিরণ রেডমি মডেলের একটি স্মার্টফোন কেনেন। সেটা বাসায় এনে সিম লাগানোর সময় বিস্ফোরিত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (২৪ জুন) তিনি ফোনটি কিনে ছিলেন বলে জানা যায়।
এ বিষয়টি নিয়ে জাহাঙ্গীর কিরণ তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। ফোন বিস্ফারণের ঘটনায় তার হাতে চোট লেগেছে।
ফেসবুক পোস্টে জাহাঙ্গীর কিরণ লিখেছেন, ‘গতকাল রাতে বসুন্ধরা মার্কেট থেকে শাওমির একটা স্মার্টফোন কিনে আনলাম। সকালে সিম সেট করার জন্য মোবাইল খুলতেই হাতের মধ্যে ব্লাস্ট হয়ে গেল। আগুন আর ধোঁয়ায় মুহূর্তেই অন্ধকার হয়ে গেল পুরো ঘর। হাতে সামান্য একটু লাগলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ।
এক বিবৃতিতে শাওমি জানিয়েছে, ‘বিষয়টির দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির সাথে যোগাযোগ করে সমাধানের ব্যবস্থা করেছি। পণ্য, সেবা ও কাজের মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্ট করতে এবং সেরা অভিজ্ঞতা নিশ্চিত করার চেষ্টা করে শাওমি।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com