সিনিয়র সচিব হয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শামীমা নার্গিস। ভৌত অবকাঠামো বিভাগের সদস্য শামীমাকে পদোন্নতি দিয়ে রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
পদোন্নতির পর আগের কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে তাকে পদায়ন করা হয়েছে। এনিয়ে এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১৩ জন। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি।
২০১২ সালের ৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে এই পদটি চালু করেন।