সিনিয়র সচিব হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মফিজুল ইসলাম। রোববার (১৪ জুলাই) তাকে সিনিয়র সচিব করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ৯ জন। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি।
২০১২ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব পদ চালু করে।
মফিজুল ইসলাম বিসিএস ১৯৮৪ নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত সচিব হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে যোগদান করেন। ওই বছরের ১৩ আগস্ট সচিব হিসেবে পদোন্নতি পান। গত বছরের ২৯ নভেম্বর তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পান।