নাগরিকদের জন্য বিশেষ সেবা সার্ভিস চালুর উদ্যোগ নিলেন বিসিসি মেয়র সাদিক

:
: ৫ years ago

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহনের পর থেকে নানা মহতি উদ্যোগ গ্রহনের পর এবার নগরীর সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য বিশেষ সেবা সার্ভিস চালুর উদ্যোগ গ্রহন করেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

আগামী সোমবার নগর ভবনের নীচতলার একটি কক্ষে বেলা ১১ টায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন মেয়র সাদিক আবদুল্লাহ।

জানা গেছে, মেয়রের নিজ উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের ফলে নগর ভবনের নীচ তলায় একটি হেল্প ডেক্স চালু করা হবে। সেখানে গিয়ে নগরীর সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকরা কর্পোরেশনের সকল সুবিধা গ্রহন করতে পারবেন। তাঁরা ওই কক্ষেই অবস্থান করে তাঁদের চাহিদা অনুযায়ী স্বল্প সময়ের মধ্যে সেবা প্রাপ্য হবেন।

উল্লেখ্য, বরিশাল সিটি কর্পোরেশন গঠিত হওয়ার দীর্ঘ প্রায় দুই দশক পর এই প্রথমবারের মতো মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য বিশেষ এ সেবা চালুর উদ্যোগ গ্রহন করলেন।