র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সহিদার রহমানের (৫৭) মৃত্যুতে র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গভীর শোক প্রকাশ করেছেন।
চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান সহিদার রহমান। তিনি দীর্ঘ দিন ধরে মরণব্যাধি মাল্টিপল মাইলোমা নামক ক্যানসারে ভুগছিলেন।
তার গ্রামের বাড়ি রংপুর জেলার কাউনিয়া থানার উদয় নারায়ণ মাতৃহাড়ি গ্রামে। তিনি মৃত্যুকালে স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৮৯ সালের ৭ আগস্ট সাব-ইন্সপেক্টর (এসআই) পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন সহিদার রহমান। ২০২০ সালের ৩ জুন থেকে তিনি র্যাব-১৩ (রংপুর) কর্মরত ছিলেন।
র্যাব সদরদপ্তরে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে র্যাবের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স), অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন), পরিচালকসহ র্যাব সদর দফতরের সব স্তরের সদস্যরা অংশ নেন।
নামাজে জানাজার পর মরদেহ র্যাবের হেলিকপ্টারে করে রংপুরের কাউনিয়া থানার উদয় নারায়ণ মাতৃহাড়ি গ্রামে নেওয়া হয়। সেখানে বাদ আছর দ্বিতীয় জানাজায় র্যাব-১৩ এর অধিনায়কসহ কোম্পানিটির সকব স্তরের সদস্যরা অংশ নেন।
জানাজা শেষে সহিদার রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এদিকে সহিদারের মৃত্যুতে আইজিপি ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com