সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোহেল রানাকে

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি সোহেল রানার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে। দীর্ঘদিন ধরেই চোখের জটিলতায় ভুগছেন তিনি।

সোমবার (১৭ এপ্রিল) রাতে সিঙ্গাপুর যাচ্ছেন বলে জানান সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ।

 

সিঙ্গাপুরে সোহেল রানাকে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন বাবা। চোখে সমস্যার কারণে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করাতে হবে।’

তিনি জানান, সব মিলিয়ে ১০ দিন সিঙ্গাপুরে থাকবেন সোহেল রানা। নিয়মিত চেকআপ শেষে দেশে ফিরবেন অভিনেতা। এর আগে, গত বছরও তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সোহেল রানার প্রকৃত নাম মাসুদ পারভেজ। ৭০ ও ৮০-এর দশকে পর্দা কাঁপানো নায়ক সোহেল রানার চলচ্চিত্রে আগমন প্রযোজক হিসেবে। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনা করেন তিনি। এর পরিচালক ছিলেন প্রয়াত চাষী নজরুল ইসলাম। পরের বছর তিনি ‘মাসুদ রানা’ নামে একটি সিনেমা পরিচালনা করেন। এতে নাম ভূমিকায় অর্থাৎ এর নায়কও ছিলেন তিনি। তবে সোহেল রানা নাম ধারণ করে এতে অভিনয় করেন। সেই থেকে তিনি ঢালিউডে নায়ক সোহেল রানা হিসেবে পরিচিতি পান।