সিগারেট বিক্রি না করায় ব্রিটেনে ভারতীয় খুন

লেখক:
প্রকাশ: ৬ years ago

ব্রিটেনের উত্তরাঞ্চলে কম বয়সীদের কাছে সিগারেট বিক্রি করতে রাজি হননি তিনি। সেই অপরাধেই মারধর করে খুন করা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত বিজয় প্যাটেলকে (৪৯)। ঘটনাটি ঘটেছে উত্তর লন্ডনের মিল হিল এলাকায়। খবর এনডিটিভি।

গত শনিবার রাতে প্যাটেলের দোকানে সিগারেট কিনতে গিয়েছিল একদল ব্রিটিশ কিশোর। যাদের বয়স এখনও ১৮ হয়নি। প্যাটেল সিগারেট দিতে রাজি না হওয়ায় তার উপর চড়াও হয় তারা। বুকে বার বার ঘুষি মারা হয়। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মাটিতে পড়ে যান। মাথায় বেশ আঘাত পান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি বিজয়কে।

সোমবার হাসপাতালেই তার মৃত্যু হয়েছে। আইন মেনে কাজ করতে গিয়েই জীবন হারাতে হলো বিজয়কে। তাকে হত্যার অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে। বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

দুই সন্তানের জনক বিজয় ২০০৬ সালে পরিবার নিয়ে লন্ডনে পাড়ি জমান। বিজয়ের ভাই প্রকাশ বলেন, আমরা সত্যিই খুব শোকাহত ও মর্মাহত। সে খুবই নরম মনের মানুষ ছিল। বিজয়ের বন্ধুরা জানিয়েছেন, তিনি খুবই সৎ এবং পরিশ্রমী একজন মানুষ ছিলেন।