সিএসই ডিপার্টমেন্টের আয়োজনে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশে পিঠা উৎসব

লেখক:
প্রকাশ: ৭ years ago

ক্যাম্পাস প্রতিনিধিঃ  বরিশালের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের সিএসই ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে আগামী ১০ ফেব্রুয়ারি শনিবার ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে।

পিঠা উৎসবের স্থান গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর ক্যাফেটেরিয়ায়। পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলবে এবং অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

সিএসই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা জানিয়েছেন তারা বাংলাদেশের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পিঠাগুলো পুনরায় তুলে ধরার চেষ্টা করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারম্যান সৈয়দা আরজুমান বানু নার্গিস। আরও উপস্থিত থাকবেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রেজারার এবং ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর তপন কুমার বল। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সিএসই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান রেজোয়ানা ইসলাম।