 
     চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকতা পদে রদবদল করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকতা পদে রদবদল করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় সিএমপি কমিশনার ইকবাল বাহার বদলির এ আদেশ দেন।
অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) আকরামুল কাদের এ তথ্য নিশ্চিত করেন।
নতুন আদেশে নগরীর পাহাড়তলী থানায় আগের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিক বদলির আটদিন পর আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলামকে পাহাড়তলী থানায় বদলি করা হয়েছে। এ ছাড়া নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৈয়দুল মোস্তফাকে কর্ণফুলী থানার ওসি করা হয়েছে। এর আগে গত ৭ নভেম্বর পাহাড়তলী থানার ওসি আলমগীর হোসেনকে তাৎক্ষণিক বদলির আদেশ দেয় পুলিশ সদর দফতর। চিঠি পাওয়ামাত্র তাকে বদলি হওয়া কর্মস্থল বগুড়ায় এপিবিএন-৪ এ যোগ দিতে বলা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com