চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকতা পদে রদবদল করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় সিএমপি কমিশনার ইকবাল বাহার বদলির এ আদেশ দেন।
অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) আকরামুল কাদের এ তথ্য নিশ্চিত করেন।
নতুন আদেশে নগরীর পাহাড়তলী থানায় আগের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিক বদলির আটদিন পর আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলামকে পাহাড়তলী থানায় বদলি করা হয়েছে। এ ছাড়া নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৈয়দুল মোস্তফাকে কর্ণফুলী থানার ওসি করা হয়েছে। এর আগে গত ৭ নভেম্বর পাহাড়তলী থানার ওসি আলমগীর হোসেনকে তাৎক্ষণিক বদলির আদেশ দেয় পুলিশ সদর দফতর। চিঠি পাওয়ামাত্র তাকে বদলি হওয়া কর্মস্থল বগুড়ায় এপিবিএন-৪ এ যোগ দিতে বলা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com