 
                                            
                                                                                            
                                        
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দায়িত্ব দেয়া হয়েছে।
আবদুল্লাহ আল মামুনকে সিআইডির প্রধান হিসেবে নিয়োগ দিয়ে বুধবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।
সিআইডি প্রধানের দায়িত্ব চালিয়ে আসা মোহাম্মদ শফিকুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ায় এ পদটি ফাঁকা হয়।
এছাড়া পুলিশের বিশেষ শাখার উপ-মহাপরিদর্শক মাহবুব হোসেন ও বিশ্বাস আফজাল হোসেনকে চলতি দায়িত্বে পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।