রিয়াল মাদ্রিদ আর প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) লড়াই দেখতে মুখিয়ে পুরো ফুটবল বিশ্ব। দুই দলে যে দামি দামি তারকার সমাহার! কত দামি? অঙ্কটা শুনলে চোখ কপালে উঠবে অনেকের। দুই দলের খেলোয়াড়দের মোট দামের হিসেব করলে সেটা আসে প্রায় ১.২ বিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ২৮০ কোটি টাকা।
রিয়াল কর্তা ফ্লোরেন্তিনা পেরেজ আর পিএসজির নাসের আল খেলাইফি দলকে সমৃদ্ধ করতে বড় বড় নামকেই বেছে নিয়েছেন। রিয়ালের ২৩ জনের দলের মোট মূল্যমান ৪৬৯ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৭৮৮ কোটি টাকা।
পিএসজি যেন আরও এগিয়ে। প্রথম সারির তিন খেলোয়াড়-নেইমার, কিলিয়ান এমবাপে আর এডিনসন কাভানির পেছনেই তাদের খরচ ৪৬৮ মিলিয়ন (বাংলাদেশি মুদ্রায় প্রায় যা প্রায় ৪৭৮০ কোটি টাকা)।
রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে এসেছেন নেইমার। কিলিয়ান এমবাপের পেছনে ক্লাবটির খরচ ১৮০ মিলিয়ন ইউরো। আর এডিনসন কাভানির মূল্য ৬৫.৫ মিলিয়ন ইউরো।
এদিকে, রিয়ালে সবচেয়ে বেশি দামের খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোর মূল্য ৯৬ মিলিয়ন ইউরো। গ্যারেথ বেল ৯১ মিলিয়ন এবং করিম বেনজেমার মূল্য ৩৫ মিলিয়ন ইউরো।