সার্বিকভাবে আমরা খারাপ খেলেছি: মাহমুদুল্লাহ

লেখক:
প্রকাশ: ৫ years ago

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে আরও ভালো করা উচিত ছিল বলে মনে করেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই সিরিজে তামিমের ব্যাটিংই দলের একমাত্র প্রাপ্তি বলেও জানান রিয়াদ।

সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। পাকিস্তান সফরে বাংলাদেশের প্রাপ্তি কতোটুকু সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিয়াদ বলেন, এই সিরিজে আমাদের তেমন কোন প্রাপ্তি ছিল না। কেবল তামিমের কথা বলবো। উইকেটের আচরণ যেমন ছিল, এরপরও তামিম ভালো ব্যাটিং করেছে। তবে সার্বিক ভাবে আমরা খারাপ খেলেছি।

উইকেট যত খারাপই হোক আরও ভালো খেলার সামর্থ্য আমাদের আছে। তিনি বলেন, ‘আমাদের দলের অনেক ক্রিকেটার নতুন। তাদের অনেক উন্নতির জায়গা আছে। তাদের সুযোগ দিতে হবে। ভালো খেলার পথ তৈরি করে দিতে হবে।

পাকিস্তানের সাংবাদিকদের প্রশ্ন ছিল, নিরাপত্তা নিয়ে কী বলবেন? মাহমুদুল্লাহ হেসে জবাব দেন, ‘সন্তুষ্ট’। তিনি আরও বলেন, পাকিস্তান পেস বোলারদের ফ্যাক্টরি। হ্যারিস-শাহিনরা ভালো করেছেন। সঙ্গে এও বলবো উইকেটে ভালো ব্যাটিং করা কঠিন ছিল।’