সারাদেশে ১৮৩ জন চিকিৎসককে বদলি করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এই বদলির আদেশ দেয়া হয়। এরমধ্যে ২৭ জন বতর্মানে চট্টগ্রাম বিভাগে কমর্রত।
১৫ জুলাইয়ের মধ্যে এই চিকিৎসকদের নিজ নিজ কমর্স্থলে যোগ দেয়ার জন্য নিদের্শ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত এই নিদের্শনা গত সোমবার অনুমোদন দেয়া হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। এই চিকিৎসকদের মধ্যে ২০ জনের সংযুক্ত আদেশ বাতিল করা হয়েছে। ১৮ জনকে খুলনা বিভাগে পাঠানো হয়েছে।
৩৬ জনকে চট্টগ্রাম বিভাগে, বরিশাল বিভাগে ৩০ জন, ২৮ জনকে ময়মনসিংহ বিভাগে এবং ২৬ জনকে রংপুর বিভাগে, রাজশাহী বিভাগে ২১ জন ও সিলেট বিভাগে চারজনকে বদলি করা হয়েছে। শেবাচিম হাসপতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান এ হাসপাতালে ৩জন আসছেন ।