সারা‌দিন কেন্দ্র ঘুরে ঘুরে ভোট দেখব : বিদে‌শি পর্যবেক্ষক

লেখক:
প্রকাশ: ৬ মাস আগে

ইউরোপিয়ান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম যুক্তরাজ্য কমিউনিকেশনের ডিরেক্টর ক্রিস্টোফার জন ব্ল্যাকবার্ন ব‌লে‌ছেন, বাংলা‌দে‌শে নির্বাচন দেখ‌তে এসেছি। সারা‌দিন বি‌ভিন্ন ভোটকেন্দ্র ঘু‌রে ঘু‌রে ভোট দেখব। 

রোববার (৭ জানুয়া‌রি) সরকা‌রি তিতুমীর ক‌লেজ কেন্দ্রে ভোট পর্য‌বেক্ষণ করেতে এ‌সে সাংবা‌দিক‌দের এ কথা ব‌লেন বি‌দে‌শি এই পর্য‌বেক্ষক।

ক্রিস্টোফার ব‌লেন, এটাই আমরা প্রথম পর্য‌বেক্ষণ কেন্দ্র ছিল। সারা‌দিন বি‌ভিন্ন কে‌ন্দ্রে ঘু‌রে ঘু‌রে ভোট পর্য‌বেক্ষণ করব। সারা‌দিন একটা ব্যস্ত সময় যা‌বে। এখা‌নে এ‌সে স্বল্প সংখ্যক ভোটার দে‌খে‌ছি।

বি‌দে‌শি এই পর্য‌বেক্ষক ব‌লেন, এখা‌নে ভোটা‌রদের ভোটকে‌ন্দ্রে আসা দে‌খে‌ছি। ভোটার‌দের ভোট দি‌তে যাওয়া পর্যন্ত দেখছি। ভোটের পদ্ধ‌তি দে‌খে ভা‌লো ম‌নে হ‌য়ে‌ছে।

অন্যদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র পরিদর্শন করছে বিদেশি পর্যবেক্ষকরা। নির্বাচনী পরিবেশ ভালো মনে হলেও ভোটার উপস্থিতি খুবই কম মনে হয়েছে পর্যবেক্ষক হিসেবে ভোটকেন্দ্র পরিদর্শনে থাকা স্কটিশ পার্লামেন্ট মেম্বার মার্টিন ডে।