প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ৩:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২১, ৪:২০ অপরাহ্ণ
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে জবি ছাত্রলীগের মানববন্ধন

অমৃত রায়, জবি প্রতিনিধি:: ২৫ অক্টোবর ২০২১,সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ব্যানারে সম্প্রতি রংপুরের পীরগঞ্জসহ সারা দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, পরিচালক (ছাত্র-কল্যাণ) অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম, প্রক্টর ড. মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ বক্তব্য প্রদান করেন।
উপাচার্য মহোদয় তার বক্তব্যে এমন সাম্প্রদায়িক হামলার পেছনে পাকিস্তানি প্রেতাত্মাদের হাত রয়েছে বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বিচারের যে আশা দিয়েছেন তিনি তার প্রতিফলন ঘটান। এসময় ট্রেজারার কামালউদ্দিন ছাত্রলীগের এমন অবস্থানের বাহবা দিয়ে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে সকলের কঠোর অবস্থানের কথা বলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com