বরিশালে সামুদ্রিক এবং উপকূলীয় সম্পদগুলির নিয়ন্ত্রক ও সংস্থাগত কাঠামোর বিশ্লেষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

আজ ৩ ফেব্রুয়ারি সকাল ১০ টায় বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার এর আয়োজনে বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে সামুদ্রিক এবং উপকূলীয় সম্পদগুলির স্থায়ী ব্যবহারের জন্য নিয়ন্ত্রক ও সংস্থাগত কাঠামোর বিশ্লেষণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. এম আসলাম আলম, (সিনিয়র সচিব) রেক্টর, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার, ঢাকা।

বিশেষ অতিথি ছিলেন রাম চন্দ্র দাশ, বিভাগীয় কমিশনার বরিশাল, মোঃ খায়রুল আলম সেখ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল, মোঃ আবু ইউসুফ, যুগ্ম সচিব, সদস্য বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার, ঢাকা, এস, এম অজিয়র রহমান, জলা প্রশাসক বরিশালসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী প্রতিনিধি বৃন্দরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় সামুদ্রিক এবং উপকূলীয় সম্পদগুলির স্থায়ী ব্যবহারের জন্য সামুদ্রিক সম্পদ বাংলাদেশে এবং উন্নয়নশীল রাস্ট্রের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ সহ টেকসই ব্যবহারের জন্য নিয়ন্ত্রক ও সংস্থাগত কাঠামোর বিশ্লেষণ এবং উপকূলীয় বিভিন্ন বিষয় নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়।