ফেসবুক, ইউটিউব, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন নিয়ে অপপ্রচার করলে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ আজ সোমবার এ কথা জানিয়েছেন। ইভিএমে কোন কোন আসনে ভোট নেওয়া হবে, তা নির্ধারণ করতে আয়োজিত লটারি অনুষ্ঠানে ইসি সচিব এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো মনিটর করা হবে। ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), পুলিশের সাইবার ক্রাইম ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়টি মনিটরিং করবে। তারা সময়-সময় ইসিকে অবহিত করবে।
হেলালুদ্দীন আহমদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনের যেসব প্রচার হচ্ছে, সেগুলো ইসির নির্ধারিত আচরণবিধির আওতায় পড়ে না। তবে নির্বাচন বানচালের মতো প্রচার চালালে দেশের বিদ্যমান আইনে ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com