আজ ৪মে রোজ সোমবার উপজেলার বিভিন্ন প্রান্তে সাধারণ প্রান্তিক মানুষ যারা অতি প্রয়োজনে ঘরের বাইরে বেরিয়েছেন তাদেরকে নিরাপদ দূরুত্ব মেনে চলার জন্য আহবান করেন এসি ল্যান্ড বাকেরগঞ্জ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তরিকুল ইসলাম।
তিনি বাকেরগঞ্জ পৌরসভার ,জীবন সিংহ ইউনিয়ন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে টিসিবি’র নায্যমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের সময় উপস্থিত ক্রেতা সাধারণদের উদ্দেশ্যে এ আহবান করেন। করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে প্রত্যেক মানুষ আরেকজন থেকে কমপক্ষে তিন ফিট দূরুত্বে দাঁড়িয়ে নিজ নিজ কর্ম সম্পাদন করবে বলে তিনি জানান। টিসিবি’র আওতায় বাকেরগঞ্জ পৌরসভায় মেসার্স মাহিন এন্টারপ্রাইজ নায্যমূল্যে তেল, চিনি,ছোলা,মশুরির ডাল্, পেয়াজ,ও খেজুর টিসিবি;র নির্ধারিত মূল্যে যোগান সাপেক্ষে পণ্য সামগ্রী সাধারণ মানুষদের নিকট বিক্রয় করা হয়।
সামাজিক দূরুত্ব মেনে চলা এবং সমসাময়িক করোনা পরিস্থিতি প্রসংগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তরিকুল ইসলাম বলেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল জনগ্ণকে প্রতি ইঞ্চি জমি চাষাবাদের আওতায় আনার জন্য যে নির্দেশ দিয়েছেন তা অনুসারে সকলকে কৃষিকাজে এগিয়ে আসতে এবং সকল জমির সর্বোচ্চ ব্যবহারের উদাত্ত আহবান করেন একইসাথে সরকারি নির্দেশনাসমূহ মেনে এ করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সহযোগিতা করতে অনুরোধ করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com