সামরিক হটলাইন পুনরায় চালু করতে সম্মতি দুই কোরিয়ার

লেখক:
প্রকাশ: ৭ years ago
epaselect epa04862317 North Korean soldiers (background) look towards South Korea as South Korean soldiers stand guard at the Military Demarcation Line in the Demilitarized Zone (DMZ) in the border village Panmunjom, South Korea, 27 July 2015. Both Koreas celebrated the 62th anniversary of the 27 July 1953 signing of the armistice agreement that ended the conflict. EPA/JEON HEON-KYUN/POOL

উত্তর ও দক্ষিণ কোরিয়া মঙ্গলবার দেশ দুটির মধ্যকার সামরিক হটলাইন পুনরায় চালু করতে সম্মত হয়েছে। সিউলের এক কর্মকর্তা একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বেসামরিক আন্তঃসীমান্ত টেলিফোন লাইন পুনরায় চালু হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশ দুটি সামরিক হটলাইন পুনঃস্থাপনে সম্মত হল। ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের পক্ষ থেকে আগামীকাল সকাল ৮টা থেকে সামরিক টেলিফোনটি ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ এএফপি।