সাবেক স্কুল শিক্ষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার, পাশে ছিল চিরকুট

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

ঢাকার সাভারে নিজ বাসভবনের একটি কক্ষ থেকে লুঙ্গি দিয়ে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় গোলাম কিবরিয়া (৪৩) নামের সাবেক এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

 

রোববার (২০ আগস্ট) বিকেলে সাভার পৌর এলাকার ভাটপাড়া কবরস্থান রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত গোলাম কিবরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া কবরস্থান এলাকার মৃত শুকুর মুন্সির ছেলে। তিনি সাভার রেডিও কলোনী মডেল স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক। বর্তমানে তিনি টিউশনি ও জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বাড়িতে আলাদা থাকতেন গোলাম কিবরিয়া। আজ দুপুর হয়ে গেলেও তিনি ঘর থেকে বাইরে না আসায় সন্দেহ হয়। তার ঘরের কাছে গিয়ে দরজা বন্ধ অবস্থায় পাওয়া যায়। পরে পেছনের দরজায় গিয়ে সেটি খোলা পেয়ে ভেতরে প্রবেশ করে দেখা যায় খাটের ওপর লুঙ্গি দিয়ে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় গোলাম কিবরিয়ার লাশ পড়ে আছে। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে স্পর্শকাতর বিষয়ে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে নিহতের ছোট ভাই আপেল মাহমুদ বলেন, ‘আমার ভাই একাই এই বাসায় থাকতেন তিনি আগে স্কুল শিক্ষক ছিলেন তবে বর্তমানে তিনি সাভারের বিভিন্ন স্থানে প্রাইভেট টিউশনি করতেন। পাশাপাশি জমি কেনাবেচার ব্যবসা করতেন। আমার ভাইয়ের পায়ে সমস্যা থাকায় তিনি দীর্ঘক্ষণ হাঁটতে পারতেন না। তিনি একটি নির্দিষ্ট রিকশাযোগে সব জায়গায় যাতায়াত করতেন।’

 

তিনি আরও বলেন, ‘নরমালি আমার ভাই ১২টার মধ্যেই ঘুম থেকে উঠে যেতেন। তবে আজকে দুপুর হয়ে গেলেও তিনি ঘুম থেকে না উঠায় প্রতিবেশীরা রুমে গিয়ে আমার ভাইয়ের মরদেহ দেখতে পান। এসময় তারা আমার ভাইয়ের রুমের ভেতরে থাকা একটি স্টিলের আলমারির তালা ভাঙা এবং ভেতরের মালামাল তছনছ অবস্থায় দেখতে পান। আমার জানামতে আমার ভাইয়ের কাছে জমানো অনেক টাকা ছিলো। কি কারণে এবং কারা আমার আমার ভাইকে হত্যা করলো বিষয়টি আমরা জানি না।’

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওই ব্যক্তিকে। লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সিআইডির একটি টিম ঘটনাস্থলে আসছে। তারা আসলেই লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’