দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যহার করার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় রাজধানীর তেজগাঁও ভূমি অফিসের সাবেক ভূমি সহকারী কর্মকর্তা আছাদ উল্লাহকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ আগস্ট) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
রায়ের বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি রুহুল ইসলাম খান। তিনি বলেন, আছাদ উল্লাহ তেজগাঁও ভূমি অফিসে সহকারী কর্মকর্তা থাকাকালীন নিজে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করেন। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দুদক বাদী হয়ে মামলা করে। এরপর তার বিরুদ্ধে চার্জশিট দেয় দুদক।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com