সাবিহা উর্মির কবিতা নেতার মে দিবস

লেখক:
প্রকাশ: ৬ years ago

নেতার মে দিবস

সাবিহা উর্মি

কাল শ্রমিক দিবস দাওয়াত আছে মিটিং -এ মিটিং -মিছিল দাবী-দাওয়া,শেষ হবে তা ইটিং-এ। সমাজ সেবায় সুনাম আছে,সবাই করে মান্য সবার দাবী,অনুষ্ঠানে আসলে হব ধন্য। তৈরি থা আগে ভাগে,দিতে হবে ভাষন আমার দ্বারাই পূর্ণ হবে সভাপতির আসন পয়লা মে তে সকাল বেলা যেই না চাইলাম নাস্তা রুদ্ররূপে গিন্নী বলে,সোজা মাপো রাস্তা হয়নি করা রুটি গতোকাল ই বলল বুয়া আজ নাকি তাঁর ছুটি। বিরস মুখে শূন্য পেটে গলির মুখে দাঁড়াই মে দিবসে প্রান পেয়েছে আমার গোটা পাড়াই। একটা মুচি করতে রোজ ই আমার জুতোই কালি নবাবজাদা বসত যেথায় সেখানটাও আজ খালি রিকশা ডেকে উঠে পড়ি,অনুষ্ঠানের তাড়া মেজাজ টেজাজ খারাপ ছিল মেটাইনি তাই ভাড়া। রিকশা থেকে নেমেই দিলাম যেই না টাকা দশ ফাজিল বেটা বলছে রেগে-দিলেন এ কি বস? মুখটা হলো প্যাঁচার মতো অন্ধকার এক রাজ্য বলল খেপে আজকের দিন ভাড়াটা দিন ন্যায্য। বোঝে গেলাম আজকে আমার হয়নি শুভযাএা সকাল থেকেই মেজজ গরম, বাড়ছে রাগের মাএা। রিকশাঅলা মুচি বুয়া সব পেয়েছে লাই এদের জ্বালায় দেখছি এখন বাঁচার উপায় নাই। অনুষ্ঠানে হয়না যাওয়া উল্টা পথে হাঁটি কপাল দোষে আমার হলো মে দিবস টা মাটি।