বাংলাদেশের নারী ফুটবলাররা টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে। কাঠমান্ডুতে সাবিনা খাতুনদের এই শিরোপা জয় বাংলাদেশে আনন্দের উপলক্ষ্য নিয়ে এসেছে। বিভিন্ন মাধ্যমে সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলকে অভিনন্দন জানাচ্ছেন সবাই।
আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে সোয়া ২টায় কাঠমান্ডু থেকে ঢাকায় পৌঁছাবে বাংলাদেশ দল। বাফুফে চ্যাম্পিয়ন দলকে বরণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। বিমানবন্দর থেকে বাফুফে ভবনে আসবে নারী ফুটবল দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিকেলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা ড. ইউনুস নারী দলকে একদিন সংবর্ধনা জানাবেন বলেও এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।
সাবিনাদের শিরোপা জয়ের উদযাপনে শামিল হয়ে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বিভিন্ন খেলার বর্তমান ও সাবেক খেলোয়াড়রা চ্যাম্পিয়ন নারী দল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। ক্রীড়াঙ্গনের বাইরেও সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সাবিনাদের এই শিরোপা উদযাপন করছে নানাভাবে।
২০২২ সালে ফাইনালের আগেরদিন মিডফিল্ডার সানজিদা ছাদখোলা বাসে উদযাপন চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর খুব দ্রুত সময়ের মধ্যে সেই ছাদখোলা বাস প্রস্তুত করা হয়। তৎকালীন যুব ও ক্রীড়া মন্ত্রী জাহিদ আহসান রাসেল সাবিনাদের সঙ্গে ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে এসেছিলেন সেই সময়।
ছাদখোলা বাসের পাশাপাশি ক্রিকেট বোর্ড ৫০ লাখ, বাফুফের সেই সময়ের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ৫০ লাখ টাকা চ্যাম্পিয়নদের প্রদানের ঘোষণা দেন। আরও অনেক প্রতিষ্ঠান থেকে নারী দল সংবর্ধনা ও আর্থিক পুরস্কার পেয়েছিল। এবার সাবিনারা কেমন পুরস্কার ও সম্মাননা পান সেটাই দেখার বিষয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com