গতকাল সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলিউড অভিনেত্রী সানি লিওনের গৃহপরিচারিকার কন্যাকে। ৯ বছর বয়সী আনুশকাকে ফিরে পেতে পুরস্কার ঘোষণা করেছেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে ইনস্টাগ্রামে মেয়েটির ছবি পোস্ট করেছেন সানি লিওন। এতে তিনি লিখেন, ‘আমার গৃহপরিচারিকার কন্যা আনুশকাকে গতকাল সন্ধ্যা ৭টা থেকে খোঁজে পাওয়া যাচ্ছে না। তার বয়স ৯ বছর। মেয়েটিকে খুঁজতে খুঁজতে তার বাবা-মা পাগল হয়ে যাচ্ছে। কেউ তার সন্ধান দিতে পারলে ১১ হাজার রুপি পুরস্কার প্রদান করা হবে। এর সঙ্গে আমি ব্যক্তিগতভাবে সন্ধানদাতাকে আরো ৫০ হাজার রুপি পুরস্কার প্রদান করব।’
মুম্বাইয়ের যোগেশ্বরীর পশ্চিম বেহরামবাগ থেকে নিখোঁজ হয় আনুশকা। পোস্টটি মুম্বাই পুলিশকেও ট্যাগ করেছেন সানি লিওন।
এক সময় পর্নো দুনিয়া কাঁপানো সানি লিওন ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন। এরপর ‘জিসম টু’র মাধ্যমে বলিউড সিনেমায় নাম লেখান। পরবর্তী সময়ে ‘জ্যাকপট’, ‘রাগিনি এমএমএস টু’, ‘এক পহেলি লীলা’, ‘মস্তিজাদে’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com