আজ রোববার ২৩ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় এনেক্স ভবনস্থ সম্মেলন কক্ষে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সাধারণ নাগরিকবৃন্দের সাথে সরাসরি সাক্ষাৎ করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।
এসময় আগত নাগরিকবৃন্দের প্রত্যেকের বিভিন্ন ধরনের সমস্যার কথা তিনি মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে তা সমাধানের ব্যবস্থা করেন।
পানির লাইনের আবেদনের ক্ষেত্রে জটিলতা, পানির লাইন থাকা সত্ত্বেও পানি না পাওয়া, লাইন না থাকলেও নিয়মিত বিল প্রদান করাসহ বিভিন্ন সমস্যার সমাধান দেন তিনি।
নাগরিক সেবা নিতে আসা নগরবাসীদের বিসিসি’র কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিসহ অন্য কোনো মহল দ্বারা যেন কোনো রকমের হয়রানির শিকার হতে না হয় সেজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।
বিসিসি’র ৩০ টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরবৃন্দ এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি রোববারসহ সপ্তাহে ২ দিন বিকাল ৪ টায় মেয়র সাধারণ নাগরিকবৃন্দের সাথে তাদের সমস্যা সমাধানের উদ্দেশ্যে বসবেন ও তা সমাধান করবেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com