ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দেবিদ্বারের সাহারপাড় এলাকায় প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিন জন নিহত হয়েছেন। রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলে ফেনী জেলার ভূমি সহকারী কর্মকর্তা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী (৫২), তার স্ত্রী জাহানারা আক্তার (৪৮) এবং শ্যালিকা সালমা আক্তার (৪৫)। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার জানান, আনুমানিক সকাল সাড়ে ৭টার দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন।
বৃষ্টি থাকায় মহাসড়ক থেকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। পরে রাস্তার পাশের খাদে ছিটকে পড়ে। গাড়িতে তিন জনই ছিলেন।
তিনি আরও জানান, মরদেহগুলো ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com