সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ শিশু ধর্ষণের আসামি নিহত

লেখক:
প্রকাশ: ৭ years ago

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় শিশু ধর্ষণ মামলার এক আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

রোববার ভোররাতে উপজেলার কেড়াগাছি ইউনিয়নের হিজলদি গ্রামে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত সোহাগ দালাল (২৬) উপজেলার বোয়ালিয়া গ্রামের সামছুর সরদারের ছেলে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব নাথ জানান, তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি সোহাগকে হিজলদি গ্রামে অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে ভোররাতে পুলিশ সেখানে অভিযান চালায়।

তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগ তার সঙ্গীদের নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও বোমা নিক্ষেপ করে। এ সময় পুলিশ গুলি ছুড়লে সোহাগ গুলিবিদ্ধ হয়। পরে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, বন্দুকযুদ্ধে কলারোয়া থানার এএসআই হাবিব ও এএসআই সোহাগ আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, শনিবার উপজেলার কেড়াগাছি ইউনিয়নের হিজলদি গ্রামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সন্ধ্যায় সোহাগ দালালকে একমাত্র আসামি করে একটি মামলা করেন শিশুটির নানী। ধর্ষিত শিশুটি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ জানান, শিশুটির রক্তক্ষরণ হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।