সাতক্ষীরার কলারোয়ার পাকুড়িয়া গ্রামের আনিছুর রহমানের স্ত্রী নাজমা খাতুনের অভিযোগ- দিনের বেলায় প্রকাশ্যে চোখ বেঁধে ধরে নিয়ে কথিত বন্দুকযুদ্ধের নামে তার স্বামীকে গুলি করে হত্যা করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে দিকে স্বামী হত্যার বিচার চেয়ে সাতক্ষীরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে নাজমা খাতুন জানান, গত ২৮ মে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে খোরদো পুলিশ ফাঁড়ির এএসআই এজাজ মাহমুদ ও এএসআই তরিকুলসহ সাদা পোশাকে চার পুলিশ সদস্য হাতকড়া পরিয়ে, সাদা গেঞ্জি দিয়ে চোখ বেঁধে ধরে নিয়ে যায় তাকে। পরে খোরদো পুলিশ ক্যাম্প ও কলারোয়া থানায় খুঁজতে গেলে তাকে আটক করা হয়নি বলে পুলিশ জানায়। এ ঘটনায় থানায় জিডি করতে গেলে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জিডি না নিয়ে ২-৩ দিন অপেক্ষা করতে বলেন। পরদিন মঙ্গলবার সকালে স্বামীর মৃত্যুর সংবাদ পান।
তার অভিযোগ, পরিবারের একমাত্র উপার্জনশীল ছিল সে। পুলিশ মাদক ব্যবসায়ী বানিয়ে কথিত বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করেছে তাকে।
এ ব্যাপারে কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, নাজমার স্বামী মাদক ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুকযুদ্ধে মারা গেছে। পুলিশ তাকে আটক করেনি। যাদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে তাদের সন্ধান পেয়েছেন কী-না- জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা জানান, এখনও খোঁজ পাওয়া যায়নি তাদের।