পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলা হাইকোর্টের নিদের্শে র্যাব-পুলিশ তদন্ত করছে। আমরা চেষ্টা করছি মূল আসামিদের ধরার জন্য। আশা করি সঠিক তথ্য ও উপাত্তের ভিত্তিতে খুব দ্রুত সময়ের মধ্যে এর সমাধান করতে পারব। আজ বিকেলে টাঙ্গাইলের হাজরা ঘাট এলাকায় লৌহজং নদীর দুই পাড়ে গড়ে উঠা এসপি পার্কের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। এখানে পুলিশ কখনোই কোন রাজনৈতিক দল বা বিএনপির কোন সভা-সমাবেশে বাধা দিবে না। তবে গোয়েন্দা রিপোর্টের ক্ষেত্রে নিরাপত্তার জন্য পুলিশ ব্যবস্থা নিয়ে থাকে।
এর আগে প্রধান অতিথি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক এসপি পার্কের ফলক উন্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন, পুনাক সভানেত্রী বেগম শামসুন নাহার, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মো. মাহবুব আলম প্রমুখ। পরে তিনি পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার কুচকাওয়াজ পরিদর্শন করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com