সাকিব তো লিজেন্ড: মুজিব-উর রহমান

লেখক:
প্রকাশ: ৩ years ago

সন্দেহ নেই সাকিব আল হাসান বিশ্বমানের। সাকিবকে বাদ দিয়ে ক্রিকেট ওয়ার্ল্ডের টপ স্পিনারদের তালিকা করা সম্ভব নয়। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন ফরম্যাটে তার সাফল্যও আকাশছোঁয়া।

তারপরও খালি চোখে দেখে সবাই বলেন, মানেন যে রশিদ খান আর মুজিবুর রহমান অনেক বেশি কোয়ালিটি স্পিনার। তাদের পরিসংখ্যানও সে সাক্ষীই দিচ্ছে। তবে যদি বলা হয়, বাংলাদেশ এবং আফগান স্পিনারদের মধ্যে কারা ভালো? এবং কাদের বৈশিষ্ট কী?

তা নিয়ে একটা ছোটখাট বিতর্ক হতেই পারে। আজ বৃহস্পতিবার সে প্রশ্নের জবাব দিয়েছেন মুজিবুর রহমান। বাংলাদেশের স্পিনারদের মেধাবী বলে স্বীকার করলেন। যদিও বুঝিয়ে দিয়েছেন, আফগানরা তুলনামুলক ভালো।

প্রশ্ন ছিল বাংলাদেশ এবং আফগানিস্তানের স্পিনারদের মধ্যে পার্থক্য কী? মুজিবের জবাব, বাংলাদেশের স্পিনাররাও বেশ ভাল। যেমন সাকিব, মেহদি হাসান রানারা বেশ ভাল স্পিনার।’

তবে তার নিজের দেশের স্পিনারদের বৈশিষ্ট একটু ভিন্ন এবং তারা বেশি বৈচিত্র্যপূর্ণ- একথা জানাতেও ভুল হয়নি মুজিবের, ‘আমরা লেগি আর আমাদের কাছে রহস্যময় স্পিনারও আছে।’

তা না হয় বাংলাদেশে নেই। কিন্তু আপনি সাকিবকে কিভাবে দেখেন? সাকিবকে মূল্যায়ন করেন কিভাবে? মুজিবের উত্তর, ‘সাকিব তো লিজেন্ড।’