সাকিবের ব্যাটেই বড় আস্থা ফাহিমের

:
: ২ years ago

সবার একটাই প্রশ্ন, কোয়ালিফায়ারে ফেবারিট কে? সাকিব, গেইল, মুজিব, ব্রাভোর ফরচুন বরিশাল? নাকি তিন ভিনদেশি ফাফ ডু প্লেসি, মইন আলী, সুনিল নারিন, লিটন দাস আর মোস্তাফিজের কুমিল্লা ভিক্টোরিয়ান্স?

এ প্রশ্নের জবাব খুঁজতে কষ্ট হচ্ছে নাজমুল আবেদিন ফাহিমেরও। বরিশাল ব্যাটিং কোচ শেষ পর্যন্ত কাউকেই ফেবারিট মানতে পারছেন না। বলতে পারেননি, কাকে এগিয়ে রাখবেন।

ফাহিমের ব্যাখ্যা, ‘ফেবারিট কে? এক কথায় বলা খুব মুশকিল। কারণ দুটি দলই ভাল। দুই দলেই বেশ কিছু কোয়ালিটি প্লেয়ার আছে। পারফরমেন্সের গ্রাফটা চমৎকার। যারা ভাল শুরু করবে তাদের চান্স ভাল থাকবে। তারপরও আমার মনে হয় না সেটাই শেষ কথা। কারণ দুই দলেরই কামব্যাক করার মত অভিজ্ঞ, পরিণত ও মেধাবী প্লেয়ার আছে। তাই বলাটা মুশকিল কারা ফেবারিট।’

তারপরও নিজ দল বরিশালকে কোথায় রাখতে চান? এ প্রশ্নের উত্তর দিতে গিয়েও এক সাজানো-গোছানো জবাব বরিশাল ব্যাটিং কোচের। তবে অধিনায়ক সাকিবের ব্যাটটাকে অনেক বেশি চওড়া মনে হচ্ছে তার এবং কথা-বার্তায় পরিষ্কার, সাকিবের ছন্দে ফেরা, স্বচ্ছন্দে, সাবলিল উইলোবাজি আর ধারাবাহিকভাবে রান করাটাকে অনেক বড় করে দেখতে চান ফাহিম। বোঝাই যাচ্ছে সাকিবের ওপরই বড় আস্থা টিম বরিশালের।

ফাহিমের তাই মুখে এমন কথা, ‘আমি আত্মবিশ্বাসী দল নিয়ে। কারণ আমাদের দল এখন দারুণ স্টেবল। শুরুর দিকে খানিক এদিক-ওদিক থাকলেও এখন আমাদের দল একদম স্থিতিশীল অবস্থায় আছে। গত কয়েকটা ম্যাচে আমাদের প্রথম একাদশ বলুন কিংবা ব্যাটিং অর্ডারের দিকেই তাকান না কেন, দু’জায়গাতেই স্টেবিলিটি চোখে পড়বে। পাওয়ার প্লে‘তে ভাল করছি। রান আসছে। তবে সাকিবের ব্যাটিংয়ের এই ফর্মটা একটা বড় আস্থার জায়গা আমাদের জন্য। বোলিংয়ে আমরা হয়ত আরও একটু ভাল করতে পারি।’

‘সে জায়গাটা আশা করছি কালকের ম্যাচে বোলিংটা আরও ভাল হবে। ব্যাটিংটা নিয়ে বেশ আশাবাদী। ওপরের দিকে ধারাবাহিকভাবে রান পাচ্ছি।’