সাকিবের প্রার্থিতা নিয়ে মাগুরা আ.লীগের প্রতিক্রিয়া

:
: ৬ years ago

ক্রিকেটার সাকিব আল হাসানের জাতীয় নির্বাচনে অংশ নেওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত হলে সেটি তার এলাকার মানুষের কাছে অসমর্থিত হবে বলে মনে করছে স্থানীয় আওয়ামী লীগ।

মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু মঙ্গলবার বিকেলে কাছে এ প্রতিক্রিয়া দেন।

তবে এ ব্যাপারে এখনও কোনও কিছু জানে না সাকিবের পরিবার।

মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাকিবের ক্রিকেট নৈপুণ্যে মাগুরাবাসী গর্বিত। মাগুরার কৃতি সন্তান সে। কিন্তু জেলার সামাজিক কোন ক্ষেত্রে তার কোন অংশগ্রহণ নেই।

মঙ্গলবার সকালেই পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা আগামী সংসদ নির্বাচন করতে পারেন। তিনি নির্বাচন করলে আপনারা তাকে ভোট দেবেন। সাকিবও (সাকিব আল হাসান) নির্বাচন করতে পারেন। রাজধানীর শেরেবাংলা নগরে একনেকের সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

পরে বিকেলে মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ বলেন, কিক্রেটের বাইরে সাধারণ মানুষের সাথেও সাকিবের কোন সম্পর্ক নেই। যেহেতু নির্বাচনের প্রার্থিতার সাথে জেলার আপামর জনসাধারণের জন সমর্থনের প্রশ্ন থাকে; সে কারণে সাকিবকে নিয়ে মাগুরা কেন্দ্র্রিক এ ধরনের কোন আলোচনা হলে সেটি আমাদের কাছে অনেকটাই অসমর্থিত বলে মনে  হবে। তার সাথে ন্যূনতম যোগাযোগ পর্যন্ত আমাদের নেই।’

তবে সাকিবের আগামী নির্বাচনে অংশগ্রহণ নেওয়ার ব্যাপারে এখনও আলোচনা হয়নি তার বাবা মামরুর রেজা কুটিলের।

তিনি  বলেন, ‘এ ধরনের কোন আলোচনা আমাদের সাথে কখনো সাকিবের হয়নি। খেলার মাঠে তার সিদ্ধান্তের প্রতি আমরা যেমন আস্থাশীল। তেমনি এ ধরনের কোন বিষয় থাকলে সাকিব নিজেই সেটা ভালো বুঝবে।’