সাকিবকে নিয়ে মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

লেখক:
প্রকাশ: ৫ years ago

সাকিব আল হাসানকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার সংবাদে ভেঙে পড়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিম। মঙ্গলবার সন্ধ্যায় এই সংবাদ প্রকাশিত হওয়ার পরই মুশফিক নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবকে নিয়ে স্ট্যাটাস দেন।

সেখানে তিনি লেখেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট…প্রায় ১৮ বছরের বেশি সময় ধরে একসঙ্গে ক্রিকেট খেলছি। তোকে ছাড়া মাঠে খেলতে হবে, ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছে। আশা করছি তুই চ্যাম্পিয়ন ক্রিকেটারের মতোই ফিরবি। তোর সঙ্গে সবসময় আমার সমর্থন আছে। সারা বাংলাদেশ তোর সঙ্গে আছে। শক্ত থাকবি ইনশাআল্লাহ্‌।’

এর আগে সাকিব আল হাসানকে শাস্তি দিয়ে রায়ের কপি প্রকাশ করে আইসিসি। সেখানে সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। তবে এই শাস্তির এক বছর স্থগিত রাখা হয়েছে। ভবিষ্যতে এমন কোনো অপরাধে না জড়ালে আগামী বছরের ২৯ অক্টোবর থেকেই মাঠে নামতে পারবেন সাকিব।