সাকিব আল হাসানের ওপর আইসিসির নিষেধাজ্ঞায় গোটা দেশ শোকাহত। বাদ যাননি শোবিজ অঙ্গণের তারকারাও। নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। সাকিবের বিষয়ে ৮টি প্রশ্ন তুলেছেন অপর নির্মাতা মাবরুর রশিদ।
মঙ্গলবার মাবরুর রশিদ সামাজিকমাধ্যমে ৮টি প্রশ্ন তুলে ধরে লিখেছেন,
‘কয়েকটি প্রশ্ন ...
১. সংবাদ সম্মেলনে পাপন সাহেব যে ফিক্সিং কাহিনীর কথা বলেছিলেন তাহলে কি এটাই সেটা? তাহলে এখন ভাবখানা এমন কেন উনি কিছুই জানতেন না!
২. ১১ দফা আন্দোলনের শাস্তি কি সাকিব এভাবেই পেলেন? তবে কি ক্রিকেটারদের স্বার্থ যদি কোন সিনিয়র ক্রিকেটার দেখেন তবে কি তিনিও দোষী একর্ডিং টু বিসিবি? (সে পৃথিবীর সেরা প্লেয়ার হলেও)
৩. ২০১০ সালে এই সাকিব আল হাসানই জানিয়েছিলেন তিনি জুয়াড়ির প্রস্তাব পেয়েছিলেন। তখন জানিয়েছেন তবে এবার কেন নয়? (নিশ্চয়ই এখানে একটা বড় কিন্তু আছে)
৪. দুই বছর আগের ঘটনা এখন কেন উঠে আসলো? তাও আবার ঠিক ভারত সিরিজের আগে?
৫. বাংলাদেশের সেরা প্লেয়ারটিকে সরিয়ে ভারতকে একটু আরাম দেয়াই কি আইসিসি, বিসিবি বা বিসিসিআই এর মূল লক্ষ্য?
৬. ওয়ার্ল্ড এর ১ নম্বর অলরাউন্ডারকে সরাতে পারলে আখেরে আসলে কার বা কাদের লাভ?
৭. বিসিবি আসলে কার?
৮. আমরা আসলে মাথা তুলে দাঁড়াতে শিখব কবে?’
উল্লেখ্য, আইসিসির আইন লঙ্ঘন করায় ২ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।
তবে অভিযোগ স্বীকার করে তদন্তে সহযোগিতা করায় নিষেধাজ্ঞা কমে হয়েছে ১ বছর।
সাকিবের কাছে জুয়াড়ি রা ম্যাচ ফিক্সিংয়ের জন্য ফোন করেন। কিন্তু সাকিব একবারও কাউকে জানায়নি। এই ভুলেই শাস্তির সম্মুখীন সাকিব।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com