সাকিবকে গুরুত্ব বুঝে বুঝে সব খেলার পরামর্শ দিলেন ফাহিম

লেখক:
প্রকাশ: ২ years ago

সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান ও বাংলাদেশ জাতীয় দল নিয়ে দেখা দিয়েছে এক প্রকার গোলকধাঁধা। ওয়ানডে, টি-টোয়েন্টি যেমন-তেমন, টেস্ট ফরম্যাটে সাকিব কোন সিরিজ খেলবে আর কোন সিরিজ খেলবে না, তা নিয়ে প্রতিবারই প্রশ্ন ওঠে। বিশেষ করে আইপিএলের সময় এলে এই আলোচনা বেড়ে যায় আরও।

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজে খেলবেন না সাকিব, এটি নিশ্চিত করেই আইপিএলের মেগা নিলামে দেওয়া হয়েছিল তার নাম। যাতে শুরু থেকে জমজমাট এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারেন তিনি। তবে শেষ পর্যন্ত মেগা নিলামে অবিক্রীত থেকে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ফলে এখন তার টেস্ট সিরিজ খেলতে কোনো বাধা নেই।

তবু দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন কি না সাকিব, তা এখনও পরিষ্কার নয়। ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ শেষ হওয়ার পরে দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করলেই জানা যাবে পুরোপুরি নিশ্চিত খবর। এর মাঝেই সাকিবকে জাতীয় দলের সব খেলাই খেলার পরামর্শ দিলেন তার ছোটবেলার কোচ ও মেন্টর নাজমুল আবেদিন ফাহিম।

বুধবার ফরচুন বরিশালের ঐচ্ছিক অনুশীলনে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে সাকিবের সামনের ক্যারিয়ার ভাবনা কেমন হওয়া উচিত সে বিষয়েও কথা বলেছেন ফাহিম। তার পরামর্শ হলো, গুরুত্ব বুঝে বুঝে সামনের সব খেলায় থাকা উচিত সাকিবের। কেননা এখন বয়স হয়েছে তার, তাই শরীরের দিকটিও বিবেচনা করার পরামর্শ দিয়েছেন ফাহিম।

নাজমুল আবেদিন ফাহিমের ভাষ্য, ‘এটা নিয়ে আসলে আলাদা করে কোনো কথা হয়নি। ও কী খেলতে যাচ্ছে বা না খেলবে সে বিষয়ে কোনো কথা হয়নি। (সাকিবের জন্য) আমার পরামর্শ থাকবে সব খেলার। ও যখনই এভেইলেবল থাকবে, বাংলাদেশের সব খেলা যেনো খেলে, এটা আমি চাইবো।’

তিনি আরও যোগ করেন, ‘তবে পাশাপাশি ওরও শরীরটা যেন ঠিক থাকে। শারীরিক কারণে কোথায় বিরতি নিতে হবে, সেটাও একটু ভেবে রাখা দরকার। এই বয়সে তিন ফরম্যাটে খেলা…, কারণ ও যখন খেলবে, ও এমন একজন ব্যাটার যে হয়তো রান করবে, বোলিং করবে…, সুতরাং ঐ চাপটা এ বিষয়ে নেওয়াটা সহজ হবে না।’

বোর্ডের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়ে ফাহিম বলেন, ‘এখন গুরুত্ব বুঝে বুঝে হয়তো খেলতে হবে। সাকিব এবং বোর্ডকে বসে আলাপ করতে হবে, ও কোথায় কোথায় খেলবে। এভেইলেবল থাকলেও হয়তো একটা সিরিজ বা একটা টেস্ট নাও খেলতে পারে শারীরিক কারণে। আমার মনে হয়, আলাপ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত আসতে পারে।’