সাকিবকেই সেরা মানছেন ‘নাম্বার ওয়ান’ নবী

:
: ২ years ago

ওয়ানডের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। অন্যদিকে টি-টোয়েন্টিতে নাম্বার ওয়ান অলরাউন্ডার নবী। এই তালিকায় আবার দ্বিতীয় স্থানে আছেন সাকিব।

আজ থেকে শুরু হওয়া এশিয়া কাপে সাকিব ও নবী আছেন একই গ্রুপে। টি-টোয়েন্টি নবী নাম্বার ওয়ান হলেও তার চোখে সাকিবই সেরা।

নবী বলেছেন, ‘সাকিবের নেতৃত্ব আসলে নতুন কিছু নয়। বাংলাদেশ দলের একজন সিনিয়র ক্রিকেটার তিনি। প্রকৃতপক্ষেই তিনি একজন নাম্বার ওয়ান অলরাউন্ডার। বাংলাদেশেরও সেরা খেলোয়াড়। আগেও তিনি অধিনায়ক ছিলেন, বাংলাদেশ দলে বড় ভূমিকা পালন করেছেন। এবারও নিশ্চয়ই তার নেতৃত্বে বাংলাদেশ ভালো কিছু করবে।’

‘বি’ গ্রুপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গী আফগানিস্তান। এই দুই দলের বিপক্ষে ভালো খেলে সুপার ফোরে যেতে আত্মবিশ্বাসী নবী, ‘আশা করছি আমরা সুপার ফোরে যেতে পারব। যদিও আমাদের গ্রুপের দুটি দলই বেশ কঠিন প্রতিপক্ষ। তারা আরব আমিরাতে অনেক খেলেছে। তাদের বিপক্ষে ভালো কিছু করতে হলে আমাদেরকে শতভাগ দিয়ে খেলতে হবে।’

টি-টোয়েন্টি ফরম্যাটে আজ শনিবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৫তম আসর। রাতে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। এরপর ৩০ আগস্ট মঙ্গলবার বাংলাদেশের মুখোমুখি হবে তারা। এই গ্রুপ থেকে দুটি দল যাবে সুপার ফোরে।