ইন্টারনেট নেটওয়ার্কে সাইবার হামলা চালিয়ে ৫৩ কোটি ৪০ লাখ ডলার সমপরিমাণের ডিজিটাল মুদ্রা চুরি করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, হ্যাকাররা জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত ২টা ৫৭ মিনিটে নেটওয়ার্কে প্রবেশ করে। কিন্তু পরদিন ১১টা ২৫ মিনিটের আগে এই হ্যাকিংয়ের বিষয়ে জানা যায়নি।
দেশটির অন্যতম ডিজিটাল মুদ্রা বিনিয়োগকারী প্রতিষ্ঠান কয়েনচেক ইনকরপোরেশন জানিয়েছে, তাদের ইন্টারনেট নেটওয়ার্কে সাইবার হামলা চালিয়ে ৫৩ কোটি ৪০ লাখ ডলার সমপরিমাণের ডিজিটাল অর্থ চুরি করা হয়েছে।
ঘটনার পর কয়েনচেক ইনকরপোরেশন তাদের নেটওয়ার্কে সব ধরনের ক্রিপ্টো-কারেন্সি সঞ্চয় ও উত্তোলন বন্ধ করে দেয়। তবে বিটকয়েন লেনদেন চলছে। ঘটনা সত্যি হলে ডিজিটাল মুদ্রা ব্যবস্থায় সবচেয়ে বড় চুরির ঘটনা এটি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com