বরিশালঃ S@iful's kitchen skill chef's training institute এর প্রথম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স শেষ হওয়া উপলক্ষে সার্টিফিকেট প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাল্টি কুইজিন শেফ কোর্স। এই কোর্সটির সময় ছিলো ১ মাস। সপ্তাহে ২টি করে মোট ১০টি ক্লাস হয়। কোর্সটিতে ৫০ টির বেশি আইটেম শেখানো হয়। কুকিং ও বেকিং এর সমন্বয়ে এই মাল্টি কুইজিন শেফ কোর্সটি সাজানো হয়েছিলো। প্রথম ব্যাচটিতে যারা কোর্স করিয়েছেন, তারা হলো মো: সাইদুর রহমান, মো: এইচ এম মিরাজ, মো: আল-আমিন হোসেন জনি, মিরা দাস, রুবাইয়া আক্তার, সুরাইয়া ইসলাম, তামান্না ফেরদৌসিয়া, হুমায়রা বিনতে মুজিব, সানজিদা আক্তার নিপু ও বুলা দাস।
কোর্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মো: সাইফুল গনি এবং সহকারী পরিচালক ছিলেন মো: নাইমুল হাসান। শেফ (বেকিং সেকশন) পরিচালনা করেন S@iful's kitchen - skill chef's training institute. BTEB & NSDA এর সার্টিফাইড ট্রেইনার & অ্যাসেসর বুলা রানি দাস। শেফ (কুকিং সেকশন) ছিলেন S@iful's kitchen - skill chef's training institute. রূপচাঁদ শেফ ২০১০, ২০১৪,২০১৬ সালের ১ম স্থান বিজয়ী মরিয়ম আক্তার সোমা। পরে ১০ জন শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com