পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে রাজনীতিতে নতুন চমক সৃষ্টি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুফতি হাবিবুর রহমান হাওলাদার সাংবাদিক সম্মেলন করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে কলাপাড়া প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত এ সাংবাদিক সম্মেলনে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কলাপাড়া ও রাঙ্গাবালী অঞ্চলে দলের ভিত্তি গড়ে তুলতে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, দলীয় নীতিমালা ও তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে তাকে পটুয়াখালী-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত জানানো হয়েছে, যা তার জন্য অপ্রত্যাশিত ও হতাশাজনক।
তিনি বলেন,
“আমি দীর্ঘদিন ধরে পটুয়াখালী-৪ আসনের মানুষের পাশে থেকেছি। এলাকার জনগণ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চায়। অথচ আমাকে এমন একটি আসনে পাঠানো হয়েছে, যেখানে আমার কাজ করার সুযোগ সীমিত।”
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি থেকে আগত বর্তমান প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান-কে দলীয় মনোনয়ন দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। এতে মাঠপর্যায়ে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে বলেও তিনি দাবি করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“আমি দল ছেড়ে কোথাও যাচ্ছি না, তবে আমার রাজনৈতিক অধিকার থেকে পিছু হটবো না। জনগণের সমর্থন পেলে আমি পটুয়াখালী-৪ আসন থেকেই নির্বাচন করবো।”
তিনি আরও বলেন, কলাপাড়া ও রাঙ্গাবালী অঞ্চলের সাধারণ মানুষের স্বার্থ রক্ষা, উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও তিনি সে লক্ষ্যে কাজ করে যাবেন।
তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দলীয় ‘গ্রিন সিগনাল’ পেয়েছেন কিনা—সে বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করতে রাজি হননি।
সাংবাদিক সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com