দক্ষিণাঞ্চলের প্রথিতযশা সাংবাদিক দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মাইনুল হাসানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। তার মৃত্যুবার্ষিকী পালনে কর্মসূচি গ্রহণ করেছে সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সকাল ১০টায় বরিশাল মুসলিম গোরস্থানে মাইনুল হাসানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করবে সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদ। পরে বেলা ১১টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের মাইনুল হাসান মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। উল্লেখিত কর্মসূচিতে শুভাকাংখী সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ দুলাল ও সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ।
উল্লেখ্য, সাংবাদিক মাইনুল হাসান ২০০৪ সালের ২ অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com