করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক হুমায়ুন কবীর খোকনকে নিয়ে শয্যাশায়ী স্ত্রী শারমিন সুলতানা রীনা হৃদয়স্পর্শী কবিতা লিখেছেন। বৃহস্পতিবার রাতে রীনা তার ফেসবুকে স্বামীকে উৎসর্গ করে কবিতাটি লিখেছেন।
তিনি লিখেছেন, ‘(হাসপাতালে আইসিউতে বসে লিখলাম আমার ও আমার সন্তানদের জন্য সবার কাছে দোয়া চাইছি) উৎসর্গ হুমায়ুন কবীর খোকন। যাকে তার নিজ জন্মভূমি কুমিল্লার মুরাদনগর থানার চাপিতলা গ্রামে সমাহিত করা হলো। এভাবেই সবাই অবশেষে ফিরে যায় নিজের মাটির কাছে..
‘নতুন বাড়ি’ শিরোনামে কবিতায় তিনি লিখেছেন
নতুন বাড়িতে আমি নিশ্চিন্তে ঘুমাই
উঠোনে সবুজ ঘাস শিশির চমক
কোমল বেদনা সয়ে জোছনা মাখাই
রাতের আকাশ জুড়ে নক্ষত্র মেলা
দক্ষিনা জানালা কাঁপে মাতাল বাতাসে
থামে না পাখির গান প্রতীকী কথায়
সোনালী সকাল যেন বর্ণিল কবিতা
উৎসব মুখরে মাতে নিঃসার জীবন
হারিয়ে গিয়েছি যেন সুদূর অতীত
বুকের উপরে মাটি করেছি আঁতাত…
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল রাত ১০টায় রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন খোকন। এরপর থেকে স্ত্রী রীনা ও তাদের এক সন্তানের শরীরে করোনা শনাক্ত হয়।
তারা বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হলে রীনাকে উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।