সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার ঘটনায় সৌদি আরব যেভাবে মোকাবেলা করছে তাতে সমর্থন রয়েছে চীনের। এসব তথ্য জানিয়ে চীনের দূতাবাসের টুইট অ্যাকাউন্টে একটি বিবৃতি পোস্ট করা হয়েছে।
পোস্ট করা বিবৃতিতে আরব দেশটিকে একটি নোট পাঠানোর কথাও বুধবার জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং।
চীনের মুখপাত্র বলেন, সৌদি আরবের বিচারিক কাঠামোর মধ্য দিয়ে এই মামলা ভালোভাবেই পরিচালনা করা সম্ভব।
এটা সৌদির অভ্যন্তরীণ বিষয়। কাজেই এটাকে রাজনীতিকরণ ও আন্তর্জাকীকরণ করা উচিত না।
সোমবার খাসোগি হত্যার ঘটনায় রিয়াদের ফৌজদারি আদালতে পাঁচ ব্যক্তির মৃত্যুদণ্ড ও কয়েকজনকে কারাদণ্ড দিয়েছেন। যাদের শাস্তি দেয়া হয়েছে, তাদের কারো নাম প্রকাশ করা হয়নি। এ রায়ের বিরুদ্ধে অভিযুক্তরা আবেদন করতে পারবেন।
সৌদি সরকারের উপকৌঁসুলি ও মুখপাত্র শালান আল শালান বলেন, এই তদন্ত প্রমাণ করেছে যে অভিযুক্ত ও খাসোগির মধ্যে কোনো পূর্বশত্রুতা ছিল না।
তিনি বলেন, তদন্তে আরও দেখা গেছে, এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল না। সময়ের তাড়নায় তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
গত বছরের অক্টোবরে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে ওই মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের সাংবাদিককে হত্যা করে মরদেহ রাসায়নিক দিয়ে গলিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com