সাংবাদিক ইউনিয়ন বরিশালের বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৩ years ago

বরিশাল সাংবাদিক ইউনিয়ন বরিশালের বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবের মাইনুল হাসান মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ফিরদাউস সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপদেস্টা মুরাদ আহমেদ, এমএম আমজাদ হোসাইন, নির্বাহী সদস্য মিজানুর রহমান, সহসভাপতি রাহাত খান, সদস্য বেলায়ত বাবলু, এম. জহির, মেহেদী হাসান ও সুমাইয়া জিসান সহ অন্যান্যরা।
 
সভার শুরুতে সাংবাদিক ইউনিয়ন বরিশালের কার্যকরী কমিটির সদ্য প্রয়াত সদস্য মোশাররফ হোসেনের আত্মার শান্তি কামনায় এক মিনিটের নিরবতা পালন করা হয়।
 
সভায় উপস্থিত হয়ে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সমাজ সেবক মাহমুদুল হক খান মামুন সাংবাদিক ইউনিয়ন বরিশালকে একলক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষনা দেন। আগামীতেও সাংবাদিক ইউনিয়নের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।