সাংবাদিকের ভয়ে ফ্রিজে লুকালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী!

লেখক:
প্রকাশ: ৫ years ago
Britain's Prime Minister Boris Johnson carries a crate of milk to deliver to customers at Greenside Farm, Leeds on December 11, 21019 on the final day of campaigning before a general election. (Photo by Ben STANSALL / AFP) (Photo by BEN STANSALL/AFP via Getty Images)

এক টেলিভিশন ইন্টারভিউ এড়িয়ে যেতে ফ্রিজের ভেতরে লুকাতে দেখা গেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাধারণ নির্বাচনের একদিন আগে ১১ ডিসেম্বর (বুধবার) শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে উত্তর ইংল্যান্ডের ইয়র্কশায়ার যান জনসন।

সেখানে ‘গুড মর্নিং ব্রিটেন’ নামে একটি টিভি অনুষ্ঠানের পক্ষ থেকে প্রযোজক জোনাথন সোয়াইন প্রধানমন্ত্রী বরিস জনসনকে বলেন, ‘শুভ সকাল প্রধানমন্ত্রী, আপনি কি ‘গুড মর্নিং ব্রিটেন’ অনুষ্ঠানে আসতে চান?’ অপ্রস্তুত জনসন ও তার সহকর্মী এসময় প্রকাশ অযোগ্য বিরক্তি সূচক শব্দ ব্যবহার করেন। এমন প্রতিক্রিয়ায় অবাক হন জনাথন ও তার সহকর্মী।

এসময় জনাথন প্রধানমন্ত্রীকে জানান যে, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। জবাবে জনসন বলেন, ‘আমি এক সেকেন্ডের মধ্যে আসছি।’

এই বলে তিনি সহযোগীকে নিয়ে হাঁটতে শুরু করেন। হাঁটতে হাঁটতে জনসন দুধের বোতল ভর্তি একটি ফ্রিজের ভেতর গিয়ে ঢুকেন। তখন পেছন থেকে এক ব্যক্তি চিৎকার দিয়ে বলে, ‘এটা একটা বাঙ্কার।’ পরে জানা যায় সেটি আসলেই একটি ফ্রিজ বাঙ্কার নয়।

অনুষ্ঠানটি যেহেতু লাইভ হচ্ছিল তাই ব্যাপারটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে কনজারভেটিভরা দাবি করেন, দুধের বোতল আনতে ফ্রিজের ভেতর গিয়েছিলেন জনসন, লুকানোর জন্য নয়। জনসনের আগে থেকেই একটি ইন্টারভিউয়ের শিডিউল ছিল, এসময় সেটার প্রস্তুতি নিচ্ছিলেন প্রধানমন্ত্রী।

সেটা অবশ্য বিশ্বাস করেনি ‘গুড মর্নিং ব্রিটেন’ অনুষ্ঠনের উপস্থাপক মরগান। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘কাপুরুষতা ভালো দেখায় না। নিজেকে গর্দভ প্রমাণ না করে কিছুক্ষণ কথা বললেই ঝামেলা মিটে যেতো।’