সাংবাদিকের ওপর হামলা, ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

লেখক:
প্রকাশ: ২ years ago

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী সাংবাদিক মুজাহিদ বাদী হয়ে এ মামলা করেন।

এর আগে, গত মঙ্গলবার (১১ অক্টোবর) বরমী ইউনিয়ন পরিষদ চত্বরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক মুজাহিদ।

 

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (তদন্ত) আজিজুর ইসলাম বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান ও দুই জন ইউপি সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।’

মুজাহিদ উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের জর্জ মিয়ার ছেলে। তিনি দৈনিক সংবাদ প্রতিদিনের গাজীপুর জেলা প্রতিনিধি।

অভিযুক্তরা হলেন- বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন (৫০), বরমী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মো. মারুফ শেখ মোক্তার (৩৫), বরমী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মো. হারুন অর রশিদ (৪৮) ও মো. সাইফুল ইসলাম।

 

মামলা সূত্রে জানা যায়, বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে আসেন গাজীপুর স্থানীয় সরকারের উপপরিচালক মো. কামরুজ্জামান। এসব বিষয়ের সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক মুজাহিদ। এ সময় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে কয়েকজন তাকে মারধর করতে থাকেন। তিন দফা মারধরের পর মুজাহিদকে ইউনিয়ন পরিষদের একটি রুমে অবরুদ্ধ করে রাখা হয়। পরে ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশের একাধিক সদস্য ঘটনাস্থল গিয়ে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।