বরিশালের দৈনিক দখিনের সময় সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলম রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।
ওই প্রতিবাদ সমাবেশে অংশ নিতে বরিশাল আসছেন বিএমএসএফ’র সাধারণ সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সমন্বয়ক আহমেদ আবু জাফরসহ কেন্দ্রীয় সাংবাদিক নেতাদের একটি টিম।
বরিশাল টাউনহল চত্ত¡রে আগামি ৫ অক্টোবর সকাল ১১টায় অনুষ্ঠিতব্য সমাবেশে সকল সাংবাদিক ভাইদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন। সমাবেশে সাংবাদিকদের স্থানীয় নেতৃবৃন্দসহ অংশ নিবেন।
উল্লেখ্য, ২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে একদল সন্ত্রাসী তাঁর পত্রিকা অফিসে ঢুকে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় বরিশালের সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com