সাংবাদিকদের জন্য পেনশন

লেখক:
প্রকাশ: ৭ years ago

পশ্চিমবঙ্গ সরকারের তালিকাভুক্ত (অ্যাক্রিডিটেড কার্ডপ্রাপ্ত) সাংবাদিকদের জন্য পেনশন চালু করেছে সরকার।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে পশ্চিমবঙ্গে সাংবাদিকদের জন্য বিনা ভাড়ায় সরকারি বাসে চলাচল ও টিকিটের অর্ধেক মূল্যে দেশব্যাপী রেলপথে চলার সুযোগ ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য সরকারের স্বীকৃত সাংবাদিকদের মধ্যে যারা কমপক্ষে ১০ বছর কাজ করেছেন, তারা ৬০ বছর হওয়ার পর প্রতি মাসে ২ হাজার ৫০০ রুপি করে পেনশন পাবেন। এই পেনশনের অর্থ সংশ্লিষ্ট সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। সেই সঙ্গে যেসব সাংবাদিকের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পরিচয়পত্র নেই, তারাও ৬০ বছরের পর সংশ্লিষ্ট সংবাদপত্র বা সংবাদমাধ্যমে ১৫ বছরের কাজের প্রমাণ দেখাতে পারলে একই পেনশন পাবেন।

রাজ্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক। তিনি জানিয়েছেন, ‘শহর থেকে জেলা-রাজ্যের সব সাংবাদিক, চিত্র সাংবাদিকদের হয়ে কলকাতা প্রেস ক্লাব এই পেনশনের জন্য লড়াই করেছিল। সেই উদ্যোগ অবশেষে সফল হল। খুবই ভালো লাগছে। অনেক ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে।’