বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক জনি পারভীনের এক চিঠিতে ১৩টি বানান ভুল পাওয়া গেছে। এক চিঠিতেই একজন বিভাগীয় প্রধানের এতগুলো বানান ভুলে ক্যাম্পাসে চরম সমালোচনা চলছে।
বুধবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পাঠানো এক চিঠিতে এ ভুল পাওয়া গেছে। চিঠিটি জাগো নিউজের হাতে এসেছে।
ওই চিঠি সূত্রে জানা যায়, সোমবার (৩ জানুয়ারি) অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান থাকা অবস্থায় একজনকে দায়িত্ব প্রদান প্রসঙ্গে রেজিস্ট্রারের কাছে চিঠিটি পাঠিয়েছেন জনি পারভীন। যা রেজিস্ট্রার দপ্তর থেকে বুধবার (৫ জানুয়ারি) ইস্যু করা হয়। ওই চিঠিতে ১৩টি বানান ভুল করেন জনি পারভীন।
চিঠিতে বিশ্ববিদ্যালয়ের নাম ‘রোকেয়া’ বানানে ‘রোকেযা’, ‘রেজিস্ট্রার’ বানানে ‘রেজিষ্ট্রার’, ‘দায়িত্ব’ বানানে ‘দাযিত্ব’, ‘বহির্ভূত’ বানানে ‘বহিভূত’, ‘কর্তৃপক্ষ’ বানানে ‘কতৃপক্ষ’, ‘বাতিল’ বানানে ‘বাতলি’, ‘বাধিত’ বানানে ‘বার্ধিত’, ‘গ্রহণ’ বানানে ‘গ্রহন’, ‘আইনি’ বানানে ‘আইনী’ এবং ডিন বানানে ‘ডীন’ লেখেন তিনি। এছাড়া ‘বিভাগকে’ ও ‘শিক্ষককে’ শব্দ দুটি লিখেছেন ‘বিভাগ কে’ ও ‘শিক্ষক কে’। ‘ধ্বংসের হাত থেকে’ বাক্যে লিখেছেন ‘ধ্বংস এর হাত থেকে’।
নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের একাধিক শিক্ষার্থী বলেন, ‘একজন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধানের এক চিঠিতে এতগুলো বানান ভুল থাকলে মেনে নেওয়া যায় না। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক হিসেবে বাংলা বানানে আরেকটু সতর্ক থাকা দরকার ছিল।’
এ ব্যাপারে জানতে জনি পারভীনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com